বদলি-প্রদায়ন

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তার বদলি

গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এ বদলি করা হয়।

বদলিকৃতদের মধ্যে সিআইডি, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহমেদকে -আরএমপি রাজশাহী’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসএমপি সিলেটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীরকে- মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফকে-পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে-রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, নোয়াখালীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনিকে- শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীমকে-নোয়াখালীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বিপিএ সারদা রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার লায়লা ফেরদৌসীকে-ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে- সিআইডি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে – পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, ঢাকা), পটুয়াখালী জেলার কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন আহম্মদকে – শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার টিএন্ডআইএম,ঢাকা হিসেবে বদলীর আদেশ প্রাপ্ত) মো. মোশাররফ হোসেনকে – পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাউথ সুদান মিশন হতে প্রত্যাগত) আহম্মদ মুঈদকে – এপিবিএন সদর দপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার।

ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে-পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, চতুর্থ এপিবিএন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলামকে – লালমনিরহাট জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ শাহরীয়ারকে – পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ১৩ এপিবিএন উত্তরা ঢাকায় সংযুক্ত), অ্যান্টিটেরোরিজম ইউনিট ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button