আন্তর্জাতিক

মুম্বাইতেও ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তে ডিটেনশন সেন্টার!

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আসামে ১৯ লাখের বেশি মানুষকে নাগরিক তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার মহারাষ্ট্রেও এনআরসি’র জিগির তুলেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। তাদের অভিযোগ, রাজ্যের রাজধানী মুম্বাইয়ে অবৈধভাবে বহু বাংলাদেশি কাজ করছেন, যারা নাগরিক তালিকায় ঢুকে পড়েছেন। এদের চিহ্নিত করে আলাদা করার জন্য বন্দীশিবির তৈরির প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে।

এনডিটিভির খবরে জানানো হয়, মুম্বাইয়ের উপকণ্ঠে নয়া মুম্বাই নামে যে শহর গড়ে তোলা হচ্ছে সেখানে বন্দীশিবির তৈরির জন্য এর প্ল্যানিং অথরিটির কাছে জমি চেয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর। সেখানে নেরুল এলাকায় জমি চাওয়া হয়েছে। এই এলাকাটি মুম্বই শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

কয়েকমাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। নির্বাচনের ডামাডোলের মধ্যেই মুম্বইয়ে কথিত অবৈধ বাংলাদেশিদের কাজ করার অভিযোগ তুলেছে শিবসেনা। গত সপ্তাহে সংবাদসংস্থা এএনআইকে শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ান্ত বলেন, “এলাকার প্রকৃত নাগরিকদের সমস্যার সমাধানে আসামে এনআরসি করার প্রয়োজন ছিল। সেই কারণে আমরা এনআরসির পদক্ষেপকে সমর্থন জানাই…আমরা এখান থেকে বাংলাদেশিদের তাড়াতে মুম্বাইতেও একই পদক্ষেপ চাই।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button