রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের বোর্ডবাজারে রেস্টুরেন্টে বিস্ফোরণে তিনজন দগ্ধসহ ১৮ জন আহত হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রোববার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। গঠিত ওই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের একজন করে প্রতিনিধি রয়েছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, বোর্ডবাজারের রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত মধ্যরাতে মহানগরের বোর্ডবাজারের রাঁধুনী রেস্টুরেন্টে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই রেস্টুরেন্টে সামনের অংশ ও পাশের তৃপ্তি রেস্টুরেন্টের একাংশ ধসে যায়। ক্ষতিগ্রস্ত হয় ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার সামনের গ্লাস এবং মহাসড়কের অপর প্রান্তের একটি মসজিদের গ্লাস ও মাইক। এ ঘটনায় তিনজন দগ্ধসহ ১৮ জন আহত হন। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।