গাজীপুর
বোর্ডবাজারের দুই রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১৭
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের বোর্ডবাজার এলাকায় একই মালিকের পাশাপাশি দুটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর দগ্ধ ১৫ জনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। স্থানীয় হাসপাতালে বাকি দুই জনের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তৃপ্তি ও রাধুনী নামে দুটি হোটেলের বেশ কয়েকজন দগ্ধ হন।
তবে তাৎক্ষণিকভাবে তিনি দগ্ধদের নাম-পরিচয় জানাতে পারেননি।