গাজীপুর
৫ হাজার পিস ইয়াবাসহ টঙ্গীতে স্বামী-স্ত্রী আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ টঙ্গীর দত্তপাড়া থেকে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার কাজিকচ্ছ এলাকার মেহেদী হাসান (৩৪) ও তার স্ত্রী লক্ষ্মী বেগম (৩৮)। তারা টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ওই দম্পতির ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।