গাজীপুর
টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ গেল আরএফএল কোম্পানির এক কর্মকর্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. কামরুল ইসলাম (৩৫) নামে আরএফএল কোম্পানির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাত ৪টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম নাটোর সদর থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি আরএফএলে সিলেটের জোনাল অফিসার ছিলেন।
টঙ্গী পুর্ব থানা এসআই সোহরাব হোসেন জানান, কামরুল ইসলাম কোন আত্মীয় বা বন্ধুর বাসায় যাওয়ার জন্য শনিবার ভোররাত ৪টার দিকে কলেজগেট এলাকায় গাড়ি থেকে নামেন। এ সময় ছিতাইকারীরা তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।