পূবাইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: এক ব্যবসায়ী নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের মাঝুখান এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাকিল(৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল পূবাইলের কাজিপাড়া এলাকার আশাব উদ্দিনের ছেলে। শাকিল পূবাইল রেলস্টেশনে মুদি-মনোহরী ব্যবসা করতো।
জিএমপি’র পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, টঙ্গী থেকে মোটরসাইকেলযোগে পূবাইলের দিকে আসছিলেন শাকিল। এসময় টঙ্গী-ঘোড়াশাল সড়কের মাঝুখান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিল মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।