আইন-আদালতআলোচিত

চিকিৎসকসহ ১৪৩ জনের নিয়োগ স্থগিত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ১৮টি পদে চিকিৎসকসহ ১৪৩ জনের নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গত ১৮ আগস্ট প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদনের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ইউজিসির চেয়ারম্যানসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। তাকে সহযোগিতা করেন কামরুজ্জামান কাকন ও শুভজিৎ ব্যানার্জি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতীকার চাকমা।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় না থাকায় ওই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ডা. আবদুল্লাহ আল মামুন ও ডা. মোহাম্মদ ইউনুছ হাইকোর্টে রিট করেন।

ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বলেন, গত ১৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকসহ ১৮টি পদে ১৪৩ জন নিয়োগের কথা বলা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদন করার সময় বিজ্ঞপ্তিতে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় ওই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা চিকিৎসকরা ব্যর্থ হন। পরে তারা নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
En okänd etikettsregel: Vem ska gå till vänster på gatan, Эксперт назвал 2-центовое средство от крыс и мышей, которые никогда Utför detta innan du laddar din smartphone: batteriet Böter på 1 000 euro: varför du inte Inte en gram till: förvånande mängd tvättmedel som behövs Hur länge ska man koka mjukkokta ägg: den exakta tiden En pussel för dem med utmärkt syn: