ট্রেনে কাটা পড়ে এক নরসুন্দরের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-রাজশাহী রেল রুটে ট্রেনে কাটা পড়ে এক নরসুন্দরের (নাপিত) মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের বরাব এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত সুরেশ চন্দ্র বর্মন (৪৫) চাপাইনবাবগঞ্জের নাচল থানার বিয়ারাকন্দপুর এলাকার খোকা চন্দ্র বর্মনের ছেলে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) মহিউদ্দিন জানান, সুরেশ চন্দ্র মণ্ডল পরিবার নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় ভাড়া থেকে নরসুন্দরের কাজ করতেন। পারিবারিক সমস্যা নিয়ে তিনি বেশ কিছুদিন হতাশাগ্রস্থ ছিলেন। কয়েক দিন ধরে তিনি কাজেও যাচ্ছিলেন না। মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।
এ এস আই মহিউদ্দিন আরো জানান, বুধবার সকালে বরাব এলাকায় রেললাইনে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেলওয়ে পুলিশে খবর দেয়। নিহতের মাথা, এক হাত, শরীর থেকে বিচ্ছিন্ন এবং দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গত রাতের কোন এক ট্রেনে কাটা পড়ে সুরেশ চন্দ্র বর্মনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।