বিনোদন

‘এবার মনে হয় বন্ধুত্বটা থাকবে না’

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জি। ‘অমানুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা। এরপর বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। ব্যক্তিগত জীবনেও সোহম-শ্রাবন্তী খুব ভালো বন্ধু।

ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো ‘‌ডান্স ডান্স জুনিয়র’। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন শ্রাবন্তী ও সোহম। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সোহম বলেন, ‘এবার মনে হয় বন্ধুত্বটা থাকবে না। আমি যতই ছোট ছেলেমেয়েগুলোকে বেশি নম্বর দিতে যাব, শ্রাবন্তী ততই নম্বর কমাবে। ও বিচারক হিসেবে খুবই কড়া। যতই বলব, থাক না, যেতে দে। ফুলের মতো সব বাচ্চা! শ্রাবন্তী ততই গম্ভীর মুখে বলবে— এটা একটা কম্পিটিশন। কাজেই এই নম্বরকে কেন্দ্র করে এবার বন্ধুত্বের ভাঙন হবে তা বেশ বুঝতে পারছি!’

এরই মধ্যে রিয়েলিটি শোয়ের প্রোমো টেলিভিশনে প্রচার শুরু হয়েছে। মুম্বাইতে এর শুটিং হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে কলকাতায় শোটির শুটিং শুরু হবে। এটি জি বাংলায় প্রচার হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button