মঙ্গলবারের রাশিফল, তারিখ- ০৩/০৯/২০১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
অর্থ আটকে থাকবে। ব্যয় বাড়বে। ব্যবসায়ে যোগে অসতর্কতার কারণে লোকসান হতে পারে। প্রেম যোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হতে পারে। কোনো নতুন প্রকল্প শুরু করার আগে আত্মবিশ্বাস হারাতে পারেন।
মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মক্ষেত্রে সহকর্মী বিরক্ত হতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগদান। আর্থিক বিষয়গুলির সমাধান হবে। প্রেম শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। প্রেম যোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। প্রেম যোগ শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
অন্যদের অসন্তুষ্ট করতে পারেন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। ভ্রমণ যোগ শুভ। দাম্পত্যে বাধা।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মযোগ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে। পরিবার যোগ শুভ। প্রেমযোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে। ক্ষেত্র বিশেষে কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেম শুভ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আবেগের দিক থেকে দিনটি খুব একটা ভালো হবে না। দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন। প্রেমযোগে সুখপ্রদ স্মৃতি কাটবে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মোটের উপর লাভজনক দিন। কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। প্রেমে সমস্যা দেখা দিতে পারে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে। মনের মানুষের তিক্ততা বাড়তে পারে। দিনটি ধৈর্য পরীক্ষা নিতে পারে। কর্মযোগ মিশ্র।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সাম্প্রতিককালে হতাশ বোধ করতে পারেন। তবুও কর্মযোগ শুভ। আর্থিক যোগ মিশ্র। প্রেম যোগ মিশ্র।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরিবারকেও মুগ্ধ করবে। উত্তেজনা নিয়ন্ত্রণহীন। প্রেমে বাধা।