গাজীপুরসংবাদ বিজ্ঞপ্তি
‘রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স’ না থাকায় ৮ হাজার পাঁচ’শ টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স’ না থাকায় টঙ্গী এলাকার সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ হাজার পাঁচ’শ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
১৯৮৩ সালের ‘মোটরযান আইন’ অনুযায়ী ১৩৮ ও ১৫২ ধারা অনুযায়ী ৬টি মামলায় ৮ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনূর ইসলামের তত্ত্বাবধায়নে সোমবার (০২ সেপ্টেম্বর) মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী।
মোবাইল পরিচালনায় সহযোগিতা করেন গাজীপুর বিআরটিএ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।