গাজীপুর
দিগন্ত পরিবহন বাসের সিটেই লাশ হলেন অজ্ঞাত এক যাত্রীর!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরর চন্দ্রায় দিগন্ত পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাত (১৮) এক যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই আব্দুল হাকিম জানান, রংপুরগামী দিগন্ত পরিবহনের একটি বাস চন্দ্রায় পৌঁছালে হেলপার এক যাত্রীকে অচেতন অবস্থায় সিটে পড়ে থাকতে দেখে। পরে বাসটি থামিয়ে যাত্রীরা ওই যাত্রীকে ডাকাডাকি করলেও কোন সাড়া পায়নি। এতে তার বুঝতে পারে যে, সে মারা গেছে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে বাস ও মরদেহ থানায় নিয়ে আসা হয়। মরদেহ শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে ওই যুবক অসুস্থ থাকার কারণে মারা গেছে। নিহতের ব্যাগে কিছু ওষুধপত্র ছিল এবং তাঁর পরনে হলুদ রঙের টি-শার্ট ও কালো রঙের সেলুয়ার ছিল।