মোদির দ্বিতীয় মেয়াদের শুরুতেই ভারতের অর্থনীতিতে ধস
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী অর্থনীতি আর সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ভূমিধস জয় পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি- বিজেপি। কিন্তু সেই জয়ের রেশ না কাটতেই ধস নেমেছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।
এপ্রিল থেকে জুন পর্যন্ত গত তিন মাসে জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে এই হার ছিল ৫.৮ শতাংশ।
শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত পরিসংখ্যানেই দেখা যায় চলতি অর্থবছরের শুরুতেই জিডিপিতে বড় ধস নামার এমন চিত্র।
জি নিউজ জানায়, গত সাত বছরে একই সময়ে জিডিপি এতটা কখনো কমেনি। ২০১২-১৩ সালের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৪.৯ শতাংশ। ২০১৮-১৯ আর্থিক বছরের এই সময়ে দেশে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ।
সে হিসাবে এক বছরে এই সময়ে আর্থিক প্রবৃদ্ধির হার এক ধাক্কায় কমে গেছে প্রায় ৩ শতাংশ।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে চাহিদার মন্দা ও ব্যাংকে ঋণখেলাপি বৃদ্ধি পাওয়া জিডিপি নেমে যাওয়ার পেছনে কারণ হতে পারে। এছাড়া উৎপাদন শিল্পে মন্দা ছিল লক্ষণীয়।