ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের মোগরখাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ৩টার দিকে ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহানগরের গাছার বসুরা পূর্বপাড়া গ্রামের জুয়েল চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৫) ও চট্টগ্রামের রাউজানের বাবুলের ছেলে সাদ্দাম হোসেন (২৪)। সম্পর্কে তারা মামাত-ফুপাত ভাই।
জিএমপি’র বাসান থানার এসআই লেবু মিয়া ও স্থানীয়রা জানান, দুপুর ৩টার দিকে ঢাকা বাইপাস মহাসড়ক দিয়ে পূবাইল থেকে মোটরসাইকেলযোগে ভোগড়ার দিকে যাওয়ার পথে মোগরখাল এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী দুই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়।
এসআই আরো জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।