গাজীপুর সদরের নতুন ইউএনও আবদুল্লাহ আল জাকী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আবদুল্লাহ আল জাকী।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলাম যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৮ আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানর জন্য আবদুল্লাহ আল জাকীকে (১৬৮৯৬) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থেকে অবমুক্ত করা হয়।
(বিসিএস) ৩০তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে সহকারী কমিশনার হিসেবে নারায়ণগঞ্জে এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এবং কিশোরগঞ্জ এর কটিয়াদি উপজেলায় কর্মরত ছিলেন। ছাড়াও সিনিয়র সহকারী সচিব হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
তাঁর নিজ জেলা রাঙ্গামাটি।