গাজীপুর
টঙ্গীতে থেকে দেড় কোটি টাকা মূল্যের দুইটি তক্ষকসহ গ্রেপ্তার ১
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী থেকে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের দুইটি তক্ষকসহ (বন্য প্রাণী) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর মুদাফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আইয়ুব আলী (৪০) টঙ্গীর মুদাফা পূর্বপাড়া এলাকার মৃত রহমত আলী ছেলে। তিনি মুদাফা খলিল মার্কেট কান্নারটেক এলাকার আলমগীর মাস্টারের বাড়ির ভাড়া থাকতেন।
জিএমপির টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে আইয়ুব আলীর নিকট থেকে ২টি তক্ষক উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। তক্ষক দু’টির কথিত আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে।