গাজীপুরে এলজিইডি কর্মচারীদের মধ্যে পোশাক বিতরণ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদদপ্তরের (এলজিইডি) গাজীপুর অফিসের কর্মচারীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে।
গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল বারেক উপস্থিত থেকে বৃহস্পতিবার চতুর্থ শ্রেণীর কর্মচারি ও গাড়ি চালকদের মধ্যে ওই পোশাক বিতরণ করেন।
নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল বারেক বলেন, এলজিইডি’র গাজীপুর কার্যালয়ের সেবার মান বাড়াতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। সেবা প্রার্থীরা যাতে সহজেই অফিস স্টাফদের চিনতে এবং সেবা পেতে পারেন এ উদ্দেশ্যে চতুর্থ শ্রেণীর কর্মচারি বেগুনী রংয়ের এবং গাড়ি চালকদের সাদা রংয়ের পোশাক দেয়া হয়েছে। ঠিকাদারসহ সেবাপ্রার্থীরা যাতে আরো সহজে তথ্য পেতে পারেন সে জন্য অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে।
এসময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো: ফয়জুল হক, সহকারী প্রকৌশলী আছহাবুর রহমান প্রমুখ।