আশুলিয়ায় দুই বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ২
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাভারের আশুলিয়ার যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি বাসকে টেনে নিয়ে যাওয়ার জন্য আরেকটি বাসে রশি বাঁধার সময় পেছন থেকে বেপরোয়া গতির অন্য বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর ইসলাম জানান, ভোরে আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে বাইপাইল যাওয়ার পথে কবিরপুর এলাকায় পৌঁছালে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে আহাদ পরিবহনের আরেকটি বাসের সাহায্যে টেনে নেওয়ার জন্য রশি বাঁধার সময় পেছন থেকে এসআর প্লাস পরিবহনের একটি বেপরোয়া বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়, আহত হন ওই দু’জন।