গাজীপুর

টঙ্গী রেলস্টেশন এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত: ১৭ মাদকসেবী-ব্যবসায়ীর কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রেলস্টেশন এলাকায় র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৭ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে ওই অভিযান চালানো হয়।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি (টঙ্গী সার্কেল) এটিএম গোলাম মোর্শেদ খানের উপস্থিতিতে টঙ্গী রেলস্টেশন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনকারী ১৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

এসময় তাদের নিকট হতে উদ্ধারকৃত ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮ লিটার বাংলা মদ এবং ৩ গ্রাম হেরোইন ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের নির্দেশে ধবংস করা হয় এবং দণ্ডপ্রাপ্তদের গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button