রাশিফল

সোমবারের রাশিফল, তারিখ- ২৪/১২/২০১৮

রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

নিয়মের বাইরে জীবন চালিত। কর্মক্ষেত্রে কাজের চাপ। একান্ত প্রেম। ভ্রমণের পরিকল্পনা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

মেজাজ নিয়ন্ত্রণহীন। মতবিরোধ। প্রেমে সংবেদনশীল। চিন্তাগুলি সঠিক পথে পরিচালনা নাও হতে পারে। ব্যয় বৃদ্ধি।

মিথুন: (২২মে – ২১ জুন)

দিনটি অনুকূল নাও থাকতে পারে। ব্যবসা সম্পর্কিত বিষয়গুলিতে বুদ্ধিদীপ্ত পরিকল্পনা। প্রেমে সফলতা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

আনন্দময় ঘটনা ঘটতে পারে। প্রেমে পরম শান্তি। আনন্দ উপভোগ। কর্মে সাফল্য। আর্থিক ব্যয়।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

সৌভাগ্য। বৈবাহিক জীবনে সুখ। প্রেমে অপেক্ষা। রোমাঞ্চকর ভাব। রসনার তৃপ্তি। চমকপ্রদ প্রাপ্তিযোগ। যাত্রাযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

মেজাজ নিয়ন্ত্রণহীন। আইনি কাজ জটিলতা বজায় থাকবে। খারাপ মন্তব্য বাকবিতণ্ডা। প্রেমে মতবিরোধ। স্বাস্থ্যহানি।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

বন্ধুদের সঙ্গে আনন্দযোগ। প্রিয়জনের সঙ্গে প্রাণের কথা। বিনোদনে মগ্ন। মানসিক শান্তি উপভোগ। ভ্রমণের পরিকল্পনা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

কর্মে পরিশ্রম তুলনায় ফল প্রাপ্তি এখনই হবে না। আশাহত। সিদ্ধান্তে বিভ্রান্তি। প্রেমযোগে মিশ্র।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

ভ্রাতৃ সুলভ ভালোবাসা প্রদর্শন। নতুন ব্যবসার ভাবনা। কথাবার্তায় লাভবান। প্রেম অনুভূতি অনুভব করতে পারবেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

সিদ্ধান্তহীনতা। অনিশ্চয়তায় ভুগবেন। বিষয় নিয়ে বিভ্রান্ত। প্রেমের বিষয়ে সিন্ধান্ত আজ এড়িয়ে যাওয়াই শ্রেয়। যাত্রাপথে বাধা।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

উচ্চমানের চিন্তাভাবনা। অন্যের মধুর কথাবার্তায় আপনি প্রভাবিত। যোগাযোগ বৃদ্ধি। প্রেম অমসৃণ। অবস্থার উন্নতি।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

সন্তুষ্টি-অসন্তুষ্টি দুটিই বিরাজমান। প্রচেষ্টায় বুদ্ধিমত্তার পরিচয়। ব্যবসায়ে পরিকল্পনা। প্রেমে চেষ্টা ফলদায়ী হবে না।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button