আন্তর্জাতিক

রাশিয়ার এস-৪০০ দ্বিতীয় চানাল পেল তুরস্ক

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান পৌঁছেছে তুরস্কে। মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারার কাছে মূর্তেদ বিমান ঘাঁটিতে রাশিয়ার সামরিক পরিবহন এস-৪০০ চালান নিয়ে অবতরণ করে। এর প্রথম চালান তুরস্ক পেয়েছিলো ২থেকে ২৫ জুলাইয়ের মধ্যে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। এমন খবর প্রকাশ করেছে পার্স টুডে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, প্রথম চালনের পর এবার দ্বিতীয় চালান এসে পৌছালো। তবে দ্বিতীয় চালানে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমস্ত উপকরণ তুরস্কে এসে পৌঁছাতে প্রায় এক মাস সময় লেগে যাবে।

প্রসঙ্গত, আমেরিকার কাছ থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চেষ্টা করেছিল তুরস্ক। মার্কিন সরকার এ ব্যবস্থা দেয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে দেশটিকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে অস্বীকার করে।

এরপর তুরস্ক রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে এবং মস্কো থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করল। মার্কিন সরকার এতে ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়। মার্কিন প্রশাসনের তীব্র বিরোধীতার মধ্যেই তুরস্ক এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করলো।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button