বঙ্গবন্ধুকে যেমন আজীবন শ্রদ্ধা করতে হবে তেমনি আজীবন তাঁকে ভালোবাসতে হবে
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৩ বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী। এ নিয়ে আমাদের কারো দ্বিমত থাকার কথা নয়। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। তাই বঙ্গবন্ধুকে তাঁর যোগ্য মর্যাদা ও যোগ্য আসন দিতে হবে। বঙ্গবন্ধুকে যেমন আজীবন শ্রদ্ধা করতে হবে তেমনি আজীবন তাঁকে ভালোবাসতে হবে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের নীলেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে রোল মডেলে উন্নীত হয়েছে। তার নেতৃত্ব বর্তমানে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।
নীলেরপাড়া ইউনিট আওয়ামীলীগের সভাপতি সামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খালেদ হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন সরকার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুর রহমান জান্নাত, মহিলানেত্রী নেজবাহার বেগম, এ্যাডভোকেট মনির হোসেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আয়েশা আক্তার প্রমুখ।