গাজীপুর
কালিয়াকৈরে ‘শাহ সিমেন্টের গাড়ি চাপায় ওয়ালটনের’ দুই শ্রমিক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরে ‘শাহ সিমেন্টের মিকচার মেশিনের গাড়ি ও রিক্সাভ্যানের সংঘর্ষে ওয়ালটন গ্রুপের’ দুই শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নন্দন পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম নজরুল (৪০) ও জারজিদ হোসেন (৩৫)। তারা উভয়েই ওয়ালটন কারখানার শ্রমিক।
সালনা-কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. মজিবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে নন্দন পার্ক এলাকায় টাঙ্গাইলগামী শাহ সিমেন্টের মিকচারর মেশিনের গাড়ির সাথে রিক্সাভ্যানের সংঘর্ষ হয়। এতে শাহ সিমেন্টের মিকচারর মেশিনের গাড়ি চাপায় ঘটনাস্থলেই স্থানীয় ওয়ালটন কারখানার ওই দুই শ্রমিক নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়েছে।