আলোচিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে ৩ সন্ত্রাসী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ প্রসীত গ্রুপপন্থি সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। এসময় উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।

সোমবার (২৬ আগস্ট) সকালে দিকে এই ঘটনা ঘটে।

সোমবার (২৬ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নিহতরা হলো- বুজেন্দ্র লাল চাকমা (৪৫), নবীন জ্যোতি চাকমা (৩২) ও রশিল চাকমা (২৫)।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান জানান, দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীরা অভিযান চালালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি ছুড়ে। এতে তিনজন নিহত হয়েছে বলে শুনেছেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, এখন সেখানে সেনাবাহিনীরা অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা যাওয়ার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button