অনাবিল পরিবহনের বাস চাপায় পোষাক শ্রমিক নিহত: অগ্নিসংযোগ, যানবাহনে ভাঙচুর
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় অনাবিল পরিবহনের বাস চাপায় খাইরুল ইসলাম(২৩) নামে এক পোষাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বাসে অগ্নিসংযোগ, যানবাহনে ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাত দশটার দিকে গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান।
নিহত খাইরুল ইসলামের পিতা আবুল কাশেম মোল্লা। তিনি স্থানীয় রাওয়া ফ্যাশনের শ্রমিক বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বাসন থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম জানান, রাস্তা পারা হওয়ার সময় খাইরুল ইসলামকে ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাস চাপা দেয় এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। এই ঘটনায় নিহতের সহকর্মীরাসহ বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে এবং অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।