শ্রীপুরে ট্রাকচাপায় ভ্যান চালক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ট্রাকচাপায় আব্দুল ছাত্তার (২৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্তার বরিশালের উজিরপুর উপজেলার মৃত হেকিম বেপারীর ছেলে। তিনি জৈনাবাজার এলাকায় ভাড়া থেকে রিকশা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি তিনি ওই এলাকায় একটি চায়ের দোকান চালাতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, শনিবার বিকেলে মহাসড়কের জৈনাবাজার এলাকার শিশুতোষ বিদ্যানিকেতনের পাশের জামাল নার্সারি থেকে কিছু গাছের চারা ভ্যানে তুলছিলেন ছাত্তার। এ সময় ময়মনসিংহগামী বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।