গাজীপুর
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দী মো. এনামুল হক নামে এক আসামি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকি তিনি নিহত হন।
নিহত এনামুল হক বাবুল পটুয়াখলীর মির্জাগঞ্জের আবদুল মান্নান হাওলাদারের ছেলে।
তিনি তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় ২০১৭ সালের ১৪ জুন থেকে কারাবন্দী ছিলেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. জাহাঙ্গীর আলম বলেন, সকাল সাড়ে ১০টায় বাবুল হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতাল, পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও প্রণয় ভূষণ দাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই বন্দীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।