ক্যারিয়ারে পর্দা টানছেন রোনালদো!
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : অবসরে চলে যেতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেটা হতে পারে খুব শিগগিরই। হতে পারে আগামী বছরই। এমন ইঙ্গিতই দিয়েছেন এ পর্তুগিজ ফুটবল মহাতারকা।
তবে নিজের অবসর-চিন্তা নিয়ে এখনো নিশ্চিত নন সিআর সেভেন নিজেই। খেলোয়াড়ি জীবনকে না বলে দিতে পারেন আগামী বছর। আবার এমন হতে পারে, ৪০ বা ৪১ বছর বয়স পর্যন্ত খেলেও যেতে পারেন জুভেন্টাসের এ মেগাস্টার।
নিজের অবসর চিন্তা নিয়ে রোনালদো বলেন, ‘আমি এসব নিয়ে চিন্তা করি না। হতে পারে আগামী বছর নিজের ফুটবল ক্যারিয়ারে পর্দা টেনে দিব। আবার এটাও হতে পারে ৪০ বা ৪১ বছর বয়স পর্যন্ত খেলে যাব।’
টানা তিন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে গত বছর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সব ধরনের প্রতিযোগিতায় ৪৩ ম্যাচে ২৮ গোল করেন পাঁচ বারের এ ব্যালন ডি’অর জয়ী। ২০১৮-১৯ মৌসুমে জুভ শিবিরকে এনে দেন সেরি এ শিরোপা।