শ্রীপুরে বিদেশী পিস্তলসহ ‘অবৈধ অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের নোয়াগাঁও গ্রাম থেকে বিদেশী পিস্তলসহ ‘অবৈধ অস্ত্র ব্যবসায়ী’ মোফাজ্জল হোসেন ওরফে খোকন (৩৯) নামে এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা।
বুধবার মধ্য রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোফাজ্জল উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন অস্ত্র গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নোয়াগাঁও এলাকায় বিদেশী অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মোফাজ্জল হোসেন খোকনকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। এবং তার শোবার ঘর থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি, একটি রাম-দা, একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, মোফাজ্জল হোসেন খোকন গাজীপুর ও আশপাশের জেলা থেকে অস্ত্র কিনে গাজীপুর জেলার বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিল।