রাশিফল

সোমবারের রাশিফল, তারিখ- ১৯/০৮/২০১৯

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টি গোচর হবে। আর্থিক পুরষ্কার নিয়ে পেতে পারেন। প্রেমযোগ শুভ। পথে শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

পুরনো সম্পর্কগুলি পুনরুজ্জীবিত হবে। দাম্পত্য যোগ শুভ। প্রেম যোগ শুভ। কর্মে উন্নতির সম্ভাবনা।

মিথুন: (২২মে – ২১ জুন)

ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিদ্বারা বিভ্রান্ত হতে পারেন। প্রেম শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

শ্রেষ্ঠত্ব বিচার করতে সক্ষম হবেন। দিনটিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। প্রেম যোগ শুভ। পথে ভোগান্তি।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

পুরনো যোগাযোগ এবং বন্ধুরা সহায়ক হবে। আকস্মিক প্রেম ঘটিত কোন ঘটনা বিভ্রান্ত করতে পারে। আর্থিক যোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

সাফল্য ভালোভাবে নাগালের মধ্যে আসবে। কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে পারেন। প্রেম যোগ মিশ্র। আর্থিক যোগ মিশ্র।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

সামাজিক কোনো অনুষ্ঠানে নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে। প্রেমে হতাশ করতে পারে। মনঃক্ষুণ্ন। পথে বাধা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হতে পারেন। কথা এবং কাজের প্রতি অমনোযোগী হয়ে উঠতে পারেন। প্রেমে সতর্কতা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

দাম্পত্যে বোঝাপড়া বজায় থাকবে। পরিবারে সুখশান্তি সমৃদ্ধি আনবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতি। শিক্ষায় শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। প্রতিবেশীদের থেকে সতর্ক থাকুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

পরিবারের কিছু সদস্য তাঁদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা বিরক্ত করতে পারে। ব্যবসায়ে শুভ। প্রেম যোগ শুভ। আর্থিক যোগ মিশ্র।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতায় স্বীকৃতি পাবেন। পরিবারে বিতর্ক দেখা দিতে পারে। প্রেম যোগ শুভ। কর্মে উন্নতি যোগ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button