গাজীপুর

শীতলক্ষ্যায় নেমে খালা ও ভাগ্নের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গোসল করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নেমে পানিতে ডুবে দু’শিক্ষার্থী খালা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জের বঙ্গবন্ধু পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলামের ছেলে মো. নাসিম হোসেন (১৭) ও তার খালা নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মাথিরচর ইসলামপাড়া এলাকার ইসলাম মিয়ার মেয়ে নাজিয়া আক্তার (১৯)।

নিহতদের মধ্যে নাসিম হোসেন কালীগঞ্জের মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী এবং নাজিয়া আক্তার কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

নিহতদের পারিবারিক সূত্রে জানাযায়, গত ১৪ আগষ্ট নাসিম তার নানা বাড়ি পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মাথির চর এলাকায় বেড়াতে যায়। রোববার দুপুরে খালা-ভাগ্নেসহ বাড়ির কয়েকজনের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে কালীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু পয়েন্ট এলাকায় যায়। তারা নদীতে নেমে গোসল করার সময় পানির স্রোতে নাসিম ও নাজিয়া পানিতে তলিয়ে গিয়ে নিরেখাঁজ হয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় দু’ঘন্টা চেষ্টার পর ওই নদীর পানির নীচ থেকে নাসিম ও নাজিয়াকে উদ্ধার করে। তাদেরকে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালা-ভাগ্নে উভয়কে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় দত্ত জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button