গাজীপুর

কাথোরায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কাথোরা এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের পর একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার ভোররাতে কাথোরা কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-গৃহকর্তা ইয়াকুব আলী মণ্ডল (৬০), তার স্ত্রী আকলিমা খাতুন (৫০) এবং গৃহকর্তার শ্বশুর নূর মোহাম্মদ (৮০)। তবে ওই বাড়িতে কিসের বিস্ফোরণ ঘটেছে তা নির্ণয় করা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোররাতে কাথোরা কাজীবাড়ি এলাকার ইয়াকুব আলী মণ্ডলের একতলা বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়। এতে ওই বাসার তিনজন দগ্ধ হন এবং বিভিন্ন মালামাল পুড়ে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ তিনজনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেরে মধ্যে ইয়াকুব আলী মণ্ডলের শরীরের ১০০ শতাংশ, আকলিমা খাতুনের ৯৫ শতাংশ এবং নূর মোহাম্মদ ২৫ শতাংশ পুড়ে গেছে।

জিএমপি’র সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকারিয়া খান রাইজিংবিডিকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনের লিকেজ থেকে নির্গত গ্যাস ওই বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে কোনভাবে অগ্নিসংযোগ পেয়ে বিস্ফোরণ এবং আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button