গাজীপুর
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর বউ বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে।
শনিবার সকাল পৌণে ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। পড়নে ময়লাযুক্ত সাদা রঙের সালোয়ার এবং হালকা লাল রঙের হাফহাতা গেঞ্জি রয়েছে।
স্থানীয়রা জানান, বউ বাজার এলাকায় রেল লাইনের পাশে ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় ঢাকাগামী ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।