টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় বৃহস্পতিবার বাদ জোহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা-চেতনা বাস্তবায়ন হলে সমাজে কোন ভেদাভেদ থাকতো না। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন; তিনি জীবিত থাকলে এতো দিন তার কাঙ্খিত সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু এ দেশ স্বাবলম্বী হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে না পারে; সেজন্যই তাকে নির্মম ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. সাইদুল হক, অধ্যাপক সাইদুল ইসলাম, হাফেজ ওয়ালি উল্লাহ প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন অধ্যাপক ড. সফিউদ্দিন।