আন্তর্জাতিক

জঙ্গি হামলার শঙ্কায় ভারত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারত। ১২ থেকে ১৫ আগস্টের মধ্যে এ হামলার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় তিন বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টোয়েন্টিফোর-সেভেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাক জঙ্গিরা যে খুব কাছ থেকেই গতিবিধির ওপর নজর রাখছে-এমন তথ্য আগেই এসেছে ভারতীয় গোয়েন্দাদের হাতে। গোয়েন্দা রিপোর্ট বলছে, ঠিক ঈদ আর স্বাধীনতা দিবসের মাঝেই হতে পারে সেই হামলা। বিশেষত ঈদে বড়সড় ছক কষা হয়েছ বলে অ্যালার্ট জারি করেছে ইনটেলিজেন্স ব্যুরো।

সূত্রের বরাতে ওই প্রতিবেদনে আরো বলা হয়, জঙ্গিদের নির্দেশ দেয়া হয়েছে যে, ঈদ আর স্বাধীনতা দিবসের মাঝে কিছু একটা করতে হবে। ১২ আগস্ট ইদ ও স্বাধীনতা দিবসে ১৫ আগস্ট, তাই এর মাঝেই হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যানবাহনকে টার্গেট করে এ হামলা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গোয়েন্দাদের তথ্য রয়েছে, জইশ ই মুহম্মদের জঙ্গিনেতা মাসুদ আজহারের ভাই রউফ আজগর পাক-অধিকৃত কাশ্মীরে আনাগোনা বাড়িয়ে দিয়েছে। সেখানে জইশ প্রশিক্ষণের পর পাঞ্জাব সীমান্ত দিয়ে জঙ্গিদের ভারতে প্রবেশ করানোর ছকে রয়েছে রউফ। যদি তা সম্ভব না হয়, তাহলে নৌপথে জঙ্গিরা ঢুকবে। কেন্দ্রের হাতে এই তথ্য আসতেই জারি হয়েছে সতর্কতা। পূর্ব ও পশ্চিম উপকূলে জারি রয়েছে সতর্কতা। নৌবাহিনীও রয়েছে হাই-অ্যালার্টে।

দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে এই হাই-অ্যালার্ট জারি করা হয়েছে৷ হামলার মদত দেয়ার জন্য তথ্য সরবরাহ করছে পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে যে কায়দায় পুলওয়ামায় হামলা চালানো হয়েছিল, সেই একই কায়দায় এই সাত রাজ্যে হামলা চালানো হতে পারে বলে ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button