ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন রাখতে সড়কে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন রাখতে সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায় এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী তিনজন গাড়ি চালককে ‘১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ’ অনুযায়ী অপরাধের ধরণ অনুযায়ী অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনূর ইসলামের তত্ত্বাবধায়নে রোববার চান্দনা চৌরাস্তা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক এর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান রয়েছে মোবাইল কোর্ট। এরই অংশ হিসেবে আজ চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন গাড়ি চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও তিনি আরো জানান, অতীতের যেকোন সময়ের তুলনায় এবারে গাজীপুরে যান চলাচল স্বাভাবিক ছিল এবং আছে। যাত্রীদের ভুগান্তি নাই বললেই চলে।