খেলাধুলা

নাপোলিকে চার গোলে বিধ্বস্ত করল বার্সা

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : মূল মৌসুম শুরুর আগে শেষ প্রস্তুতিটা দারুণই হলো বার্সেলোনার। লা লিগা-সিরিআ কাপের প্রথম আসরের দ্বিতীয় ম্যাচে নাপোলিকে ৪-০ গোলে বিধ্বস্ত করল আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। প্রথম পর্বে ইতালিয়ান ক্লাবটি ২-১ গোলে হেরেছিল।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়ামের এ ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। আর একটি করে গোল আসে আঁতোয়া গ্রিজম্যান ও ওসমান দেম্বেলের শট থেকে।

বার্সার সেরা তারকা লিওনেল মেসির ইনজুরিতে যুক্তরাষ্ট্র সফরে আসে কাতালান জায়ান্টরা। তবে মেসি না থাকলেও মৌসুম শুরুর আগে টানা চতুর্থ প্রস্তুতি ম্যাচ জিতে নিল বার্সা।

এদিন ম্যাচের প্রথমার্ধ অবশ্য কোনো গোলের দেখা পায়নি বার্সা। তবে দ্বিতীয়ার্ধে ৪৮ ও ৫৮ মিনিটে জোড়া গোলে জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। আর তার অ্যাসিস্টেই ৫৬ মিনিটে বার্সা ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পান অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেওয়া গ্রিজম্যান। পরে ৬৩ মিনিটে নাপোলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেম্বেলে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button