আন্তর্জাতিক
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন সোনিয়া গান্ধি
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের কার্যনিবাহী বৈঠকের শেষে অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন সোনিয়া গান্ধি। লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে আগেই সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল।
শনিবার সন্ধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে বৈঠক বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এ দিনও রাহুল গাঁধীকে ফিরে পেতে আগ্রহী ছিলেন শীর্ষ নেতৃত্বের একাংশ। কিন্তু ইস্তফাপত্র তুলে নিতে রাজি হননি তিনি। এমন অবস্থায় রাজীব জায়ার দ্বারস্থ হন দলের নেতারা। যত দিন পর্যন্ত না রাহুলের বিকল্প পাওয়া যাচ্ছে, তত দিন পর্যন্ত তাঁকে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়, যা ফেলতে পারেননি সনিয়া।