ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরা হলো না পূবাইলের শ্রীধামের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন শ্রীধাম চন্দ্র দাসে(৫০)। হঠাৎ পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে বহন করা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে মারাত্মক ভাবে আহত হন শ্রীধাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা বাইপাস সড়কের পূবাইলের নারায়ণকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীধাম চন্দ্র নারায়ণকুল এলাকার মৃত সুরেন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানান, মিরের বাজারে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন শ্রীধাম চন্দ্র দাস। এসময় উলুখোলাগামী ‘নাভানা এক্সপোর্ট ইমপোর্ট’ এর মালামাল পরিবহনের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট- ১৩-৬৪৩০) পেছন থেকে ওই অটোরিকশায় ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে জিএমপি’র পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানেষ চালক পালিয়ে গেছে।