দাম্পত্যে শুভ মিথুনের, ভাবমূর্তি কলঙ্কিত হতে পারে মীনের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আত্মবিশ্বাসের অভাব। কর্মযোগে পরিস্থিতি আরও জটিল হতে পোরে। চিকিৎসায় ব্যয়। প্রেমের ক্ষেত্রে সমস্যা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ধীরে চলার সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। প্রেম ভাগ্য উজ্জ্বল।
মিথুন: (২২মে – ২১ জুন)
দাম্পত্যে শুভ। প্রেমযোগ উপলব্ধি করবেন। কর্মযোগে ব্যস্ততা বাড়বে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দাম্পত্যে অভ্যন্তরীণ সৌন্দর্য সামনে আসবে। ব্যবসায়ে বাড়তি বিনিয়োগ ঝুঁকি বয়ে আনবে। দিনটি মিশ্র ফল দেবে। আর্থিক সমস্যা।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আপনার মতামতে প্রশংসা প্রাপ্তি। কর্মযোগে শুভ। ব্যবসার কারণ ঋণ গ্রহণ করতে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
কন্যা:(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মযোগে মিথ্যা তথ্য পেতে পারেন যা আপনার মধ্যে মানসিক চাপ বাড়াতে পারে। চিকিৎসায় ব্যয়। প্রেমে সমস্যা।
তুলা:(২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায়ে অপ্রত্যাশিত লাভ হতে পারে। প্রেমে সমস্যা। সমাজে মানহানি। চিকিৎসায় ব্যয়। কর্মযোগ শুভ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আর্থিক লেনদেন শুভ। পরিবারের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়িক লাভ। কর্মক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রতিশ্রুতি ভঙ্গ হতে পারে। কর্মক্ষেত্রে কঠিন বাস্তবের মুখে পড়তে পারেন। ব্যবসায়ে প্রশংসা। অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পরোপকার ও সামাজিক কাজ আকৃষ্ট করবে। কর্মযোগে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে পারে। প্রেম যোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সন্তানের উৎসাহে গর্ববোধ। ব্যবসায়ে শুভ। আর্থিক যোগ মিশ্র। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেম শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ভাবমূর্তি কলঙ্কিত হতে পারে। কর্মযোগ শুভ। ব্যবসায়ে বাড়তি বিনিয়োগ। আর্থিক যোগ শুভ। প্রেমে সতর্কতা।