শ্রীপুরে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের আতলড়া গ্রামে আলী আকবর (৪৪) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনরা ঘটে।
নিহত আলী আকবর স্থানীয় আব্দুল রশিদ শেখের ছেলে। তিনি স্থানীয় গান্ধির মোড় এলাকায় একটি দোকান দিয়ে মনোহরি দোকান ও চা বিক্রি করতেন।
প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আলেক মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, আলী আকবর বুধবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে বের হন। কিছুসময় পরই তার বাড়ির বিপরীত সড়কে স্থানীয় ইউসুফের বাড়ির পাশে পথচারীরা তাকে অচেতন অবস্থায় গোঙানি করতে দেখে তারা স্বজনদের খবর পাঠান। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, রাতে মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।