মাদ্রাসায় পড়ে কেউ জঙ্গি হয় না: মো. শফিউল্লাহ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাদ্রাসায় পড়ে কেউ জঙ্গি হয় না। বরং ইংরেজি শিক্ষিতরা ধর্মান্ধ হয়ে হঠাৎ জঙ্গি হয়ে যায়। আগে হুজুরদের দেখলেই জঙ্গি ভাবা হতো। এখন সেই ধারণা ভুল প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো. শফিউল্লাহ।
টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় বুধবার ডেঙ্গু, গুজব, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকাসক্ত সম্পর্কে সচেতনতা সৃষ্টি বিষয়ক আলোচনা সভা এবং বৃক্ষ রোপন অভিযান উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা নূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদ, মাওলানা মাহতাব উদ্দিন প্রমুখ।