জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৩’শ চুলা ধ্বংস
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কাশিমপুর, সারদাগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগের প্রায় ২ হাজার ৫’শ ফিট পাইপ উত্তোলন করে প্রায় ৬ কিলোমিটার এলাকায় ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সহ প্রায় ৩’শ চুলা ধ্বংস করেছে জেলা প্রশাসন।
বাংলাদেশ গ্যাস আইন- ২০১০’ অনুযায়ী বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
সত্যতা নিশ্চিত করে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনকে সহায়তা করেছেন তিতাস গ্যাস চন্দ্রা, ব্যাটালিয়ন আনসার সদস্যরা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এছাড়াও একই এলাকায় অপর এক অভিযানে একটি বেকারিতে পঁচা, বাসি এবং মেয়াদোত্তীর্ণ প্রস্তুতকৃত বিস্কুট ও পাউরুটি ধ্বংস করে মালিককে সতর্ক করা হয়েছে।