গাজীপুর

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতিসহ গ্রেফতার ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শুক্রবার বিকেলে স্থানীয় সাতখামাইর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও গত বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউর রহমান নয়েছকেও নগরহাওলা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। তারা উভয়েই ঐক্যফ্রন্টের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি।

শাহজাহান ফকির বরমী গ্রামের জব্বার ফকিরের ছেলে, অপরজন মশিউর রহমান নয়েছ নগরহাওলা গ্রামের মাইনউদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা নাশকতার মামলার আসামী।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button