শ্রীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড কড়াইতলা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজিবুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রাজিবুল ইসলাম চুয়াডাঙ্গা দর্শনা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে কড়াইতলা মন্ডল বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দীন ফারুকী।
মুহাম্মদ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, রাজিবুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিলের চালান নিয়ে মোহাম্মদপুর আসবে। সেই সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর বাইপাসে চেকপোস্ট বসানো হয়। বুঝতে পেরে সে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইল জেলার সখিপুর ময়মনসিংহের ভালুকা দিয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা আসার চেষ্টা করে।’
তিনি বলেন, ‘পরে বেলা ১২টা ৩০ মিনিটের দিকে একটি প্রাইভেট কার চেকপোস্টে থামার জন্য সংকেত দিলে, ওই গাড়ি অমান্য করে ময়মনসিংহ রোড ধরে যেতে থাকে। পরে র্যাব সদস্যরা রাজিবুলের পিছু নিলে সে করইতলা মন্ডল বাড়ির কাছে এসে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র্যাব ও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী রাজিবুল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।’
র্যাব জানায়, ঘটনাস্থল হতে একটি রিভলবার, চার রাউন্ড গুলি, একটি প্রাইভেট কার, এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।