গাজীপুর
টঙ্গীতে মেরিকোর গুদামে আগুন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে মেরিকো বাংলাদেশ লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, সকালে মেরিকো বাংলাদেশ লিমিটেডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে গুদামে রক্ষিত প্যারাসুট নারিকেল তেল, বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে এবং বৈদুতিক সাব-স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।