রাশিফল

মিথুনে কর্মযোগে আত্মবিশ্বাস, সিংহে প্রেমে মানসিক আঘাত

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মযোগে সদাহাস্য পরিস্থিতি সমস্যায় আপনার প্রতিষেধক হিসেবে কাজ করবে। ধার্মিক কাজে মননিবেশ। প্রেম শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মক্ষমতা বাড়বে। প্রিয়জন আপনাকে অপরিমেয় সমর্থন দেবে। কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে। প্রেম শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মযোগে আত্মবিশ্বাস এবং শক্তি বজায় থাকবে। গৃহস্থালির বিলাসিতা পরিত্যাজ্য। জমিজমা সংক্রান্ত বিবাদ। প্রেমে সমস্যা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলবে না।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শত্রুরা আপনাকে আরও বিরক্ত করতে পারে। আইনি পরামর্শ নিতে হতে পারে। প্রেমে মানসিক আঘাত।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সন্ধ্যের দিকে আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা বয়ে আনবে। প্রেম শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নিজের সম্বন্ধে ভালো বোধ করবেন। আর্থিক দিক সামলানোয় বাড়তি সতর্কতা। প্রেম শুভ। ধর্মে মননিবেশ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
একাকী এবং নিঃসঙ্গ বোধ। বিচ্ছিন্নতার অনুভূতি আপনাকে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নেওয়া থেকে আটকাতে পারে। প্রেমে মনে আঘাত।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মযোগে পরিবর্তন আসবে। ব্যবসায়ে পরিকল্পনা। ধার্মিক আচার পালনে ব্যস্ততা। অর্থে শুভ। প্রেম যোগে বাধা।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মযোগে বড়সড় পরিকল্পনা নিয়ে কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে। বিনিয়োগ করার আগে সত্যতা যাচাই করে নিন।

কুম্ভ:(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বেহিসাবি জীবনযাত্রা। কর্মযোগে উত্তেজনার সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে শুভ। অর্থ প্রাপ্তির যোগ আছে। প্রেম শুভ।

মীন:(১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সুখ আপনাকে হতাশা করতে পারে। এমন মানুষদের থেকে দূরে থাকুন। কর্মে শুভ। অর্থযোগ শুভ। প্রেমে সতর্কতা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button