সারাদেশ

সিলেটে ইয়াবাসহ পুলিশ সদস্যসহ আটক ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সিলেটে ইয়াবার চালানসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। দু’জনের কাছ থেকে জব্দ করা হয়েছে ২০ হাজার টাকা মূল্যের ৭৪৩ পিস ইয়াবা।

সোমবার (৫ আগস্ট) তাদের মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক দু’জন হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার মাদারখালের আবদুল নূরের ছেলে ও মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় কর্মরত তোফায়েল আহমদ (২৮) ও সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড়ের মৃত আবদুল মালেকের ছেলে আমির হোসেন (৩৭)।

র‌্যাব-৯ এর মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ আগস্ট) রাতে নগরের আম্বরখানা ডিঙি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। সোমবার মামলা দায়েরক্রমে তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

নগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, আটক দু’জনের বিরুদ্ধে র‌্যাব-৯ এর উপ পরিদর্শক (এসআই) আবু বক্কর বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এটাও দেখুন
Close
Back to top button