রাশিফল

কর্কটের প্রেম মিশ্র, সিংহের আর্থিক লাভের যোগ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

পরিবারে অতিথি আসার সম্ভাবনা। কর্মে উন্নতি। ব্যবসায়ে সাফল্য। দাম্পত্যে মিশ্রযোগ। পথে শুভ।

বৃষ:(২১ এপ্রিল – ২১ মে)
প্রেমে সাফল্য। কর্মে উন্নতি। ব্যবসায়ে আর্থিক সমস্যা। দাম্পত্য সুখ। শারীরিক সমস্যা। বিদেশ ভ্রমণে বাধা আসতে পারে।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মক্ষেত্রে গোপন শত্রুতা। পারিবারিক সমস্যার সমাধান। প্রেমের ক্ষেত্রে সমস্যা। সন্তানকে নিয়ে চিন্তা। পথে বাধা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মে অমনোযোগ। উৎসাহ হারাতে পারেন। প্রেম মিশ্র। ব্যবসায়ে উন্নতি। পরিবারে সমস্যা। কোমরের হাড়ে ব্যথা অনুভব।

সিংহ:(২৩ জুলাই – ২৩ আগস্ট)
দাম্পত্যে সমস্যার সমাধান। কর্মে বাধা। সহকর্মী সঙ্গে মনমালিন্য। ব্যবসা মিশ্র। আর্থিক লাভের যোগ।

কন্যা:(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মে সাফল্য লাভ। ব্যবসার সমস্যা সমাধান। প্রেমের বাধা কাটবে। সন্তানকে নিয়ে চিন্তা। শারীরিক সমস্যা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পারিবারিক বিষয়ে আত্মীয়দের প্রবেশ। দাম্পত্য সমস্যা। কর্মে উন্নতি। ব্যবসায়ে সাফল্য। প্রেমের বাধা। আর্থিক যোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শারীরিক সমস্যার উন্নতি। কাজে সাফল্য। ব্যবসায়ে উন্নতি। পথে বাধা। দাম্পত্য সমস্যার সমাধান।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মে উৎসাহ। ব্যবসায়ে সাফল্য। সম্পত্তি নিয়ে সমস্যা। পরিবারে মতবিরোধ। ভ্রমণের সম্ভাবনা। পথে শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ খবর পেতে পারেন। কর্মে উন্নতি। ব্যবসায়ে সাফল্য। বিদেশ ভ্রমণের যোগ। প্রেম সম্পর্কে উন্নতি। পথে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মে উন্নতি। অংশীদারি ব্যবসায় শুভ। আর্থিক যোগ শুভ। দাম্পত্যে ছোটোখাটো সমস্যা। পথে শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মে উন্নতিতে বাধা। ব্যবসায়ে সমস্যার সমাধান। আর্থিক যোগ শুভ। বিদেশ ভ্রমণের পরিকল্পনা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button